কিশোরগঞ্জে হাজিরা দিতে এসে আদালতের নির্দেশে কারাগারে গেছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাশিদুল আমিনের আদালতে হাজির দেওয়ার পর আদালতে আবু সাঈদ চাঁদ কে মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আবেদন করে পুলিশ।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে কঠোর পুলিশি নিরাপত্তায় তাকে কিশোরগঞ্জ আদালতে হাজির করা হয়।গত রবিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে রাজশাহী কারাগার থেকে কিশোরগঞ্জ জেলা কারাগারে আনা হয়েছিল।
কিশোরগঞ্জ আদালতের এপিপি অ্যাডভোকেট আতিকুল হক বুলবুল সংবাদ মাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায় গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় দলীয় সমাবেশে আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর এক দফা দাবির কথা উল্লেখ করে ভাষণ দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বাদী হয়ে গত ২৪ মে তার বিরুদ্ধে একটি মামলা করেন। বাদীর পক্ষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউনুস খানের আদালতে আবু সাঈদ চাঁদ ও অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে দণ্ড বিধির ৫০০/৫০৬/১২০(খ) ধারায় মামলা করেছিলেন এ পি পি আতিকুল হক বুলবুল ও অ্যাডভোকেট শ্যামল সরকার। বিচারক মোহাম্মদ ইউনুস খান মামলাটি আমলে নিয়ে এফআইআর করে তদন্তের জন্য সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছিলেন।
নির্দেশ মোতাবেক মামলাটি গত ১৭ আগস্ট এফআইআর (মামলা নং ৩৭) করা হয়েছিল বলে জানান ওসি মোহাম্মদ দাউদ। মামলায় সাক্ষী হয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক এমএ আফজাল, জেলা বারের সভাপতি শহিদুল আলম শহিদ, জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি সৈয়দ শাহজাহান, সাধারণ সম্পাদক আমিনুল হক চুন্নু ও কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন।
সোমবার সকালে তাকে আদালতে আনা হয়। এ সময় কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী আদালত চত্বরে উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :