AB Bank
ঢাকা সোমবার, ০২ অক্টোবর, ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অধ্যক্ষের সামনে অশালীন আচরণন করা সেই শিক্ষক সাময়িক বরখাস্ত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,লালমনিরহাট
০৬:৩০ পিএম, ৪ সেপ্টেম্বর, ২০২৩
অধ্যক্ষের সামনে অশালীন আচরণন করা সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

লালমনিরহাটের আদিতমারীর মহিষখোচা বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সাচিবিক ও অফিস ব্যবস্থাপনা বিষয়ের জেষ্ঠ্য প্রভাষক জাহাঙ্গীর আলম শাহিনের অশোভন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পরপরই পর তার বিরুদ্ধে বিক্ষোভ করেন ঐ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরদিন সকালে কলেজের গভর্নিংবডি বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

 

তবে শিক্ষক শাহিনকে চূড়ান্তভাবে চাকরিচ্যুত করার দাবি করে মানববন্ধন করে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরাসহ এলাকাবাসী। এসময় দাবি না মানলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেওয়া হয়।

 

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহিষখোচা বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসীরা মানববন্ধন করেন।

 

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, নেশাগ্রস্থ সাচিবিক ও অফিস ব্যবস্থাপনা বিষয়ের জেষ্ঠ্য প্রভাষক জাহাঙ্গীর আলম শাহিন শিক্ষা প্রতিষ্ঠানে বিড়ি ও সিগারেট কিংবা নেশা পান করে, শিক্ষক হয়ে অন্যান্য শিক্ষকদের সামনে অসদাচরণ করে। অধ্যক্ষকের সাথে বেয়াদবি করে তাহলে আমরা কি শিখবো। এসময় অভিভাবকরা জানায়, শিক্ষক পিতার মত। শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ অসদাচরণের। তাহলে আমাদের সন্তানরা কি শিখবে। মহিষখোচা বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি ও মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান চৌধুরী জানান, সর্বসম্মতিক্রমে সাচিবিক ও অফিস ব্যবস্থাপনা বিষয়ের জেষ্ঠ্য প্রভাষক জাহাঙ্গীর আলম শাহিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

কলেজ সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট অধ্যক্ষ সরওয়ার আলম কারণ দর্শানোর নোটিশ দেন জাহাঙ্গীর আলম শাহীনকে। এতে বলা হয় গত ২০ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ছুটি ছাড়াই অনুপস্থিত থেকে প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ বিঘ্নিত করেছেন। যা প্রতিষ্ঠানের শৃঙ্খলা বিরোধী। এ ছাড়াও দৈনিক ক্লাস রুটিনে ক্লাস থাকা সত্ত্বেও আপনি ক্লাস করেন না। যার কারণে শিক্ষার্থীদের লেখাপড়া চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে জবাব প্রদান করা না হলে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গত রোববার বিকেলে ৩৭ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যায় প্রতিষ্ঠান প্রধানের কক্ষে শিক্ষক জাহাঙ্গীর আলম শাহীন সাথে বাকবিতন্ডা হওয়ার এক পর্যায়ে শাহিন নিজের প্যান্টের বেল্ট খোলার পর চেইন খুলতে উদ্যত হলে সেখানে উপস্থিত অপর একজন শিক্ষক তাকে নিবৃত করেন। অধ্যক্ষসহ বেশ কয়েকজন শিক্ষক-কর্মচারীর সামনে এ ঘটনা ঘটানো হয়। এর আগে কলেজে অনুপস্থিত ও নির্ধারিত সময়ে না আসা নিয়ে অধ্যক্ষের সাথে বাকবিতণ্ডা হয়েছিলো।

 

একুশে সংবাদ/জ.ব.প্র/জাহা

Link copied!