কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক কীটনাশক বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার (২৮ আগস্ট) দুপুরে পশুহাট সড়কের রওনক বীজ ভান্ডারে এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।
এ সময়ে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখার অপরাধে ওই প্রতিষ্ঠানের মালিক ইয়াসিন আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এ সময়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সেলিনা আখতারসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/আ.ম.প্র/জাহা
আপনার মতামত লিখুন :