চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বটতলী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ দোকানিকে জরিমানা করা হয়েছে।
রোববার (২৭ আগস্ট) দুপুরেউপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় অবৈধভাবে সড়ক দখল, ফুটপাতে দোকান বসিয়ে মানুষের হাটা চলার রাস্তা বন্ধ করে গণউপদ্রব সৃষ্টি করা, রাস্তার জলাবদ্ধতা তৈরি করা যাতে বাজারে পানি জমে যানজট তৈরি হয় এরকম ১০টি দোকানিনে ২২হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এব্যাপারে অভিযানে নেতৃত্ব দানকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী ১০জন দোকানীকে বিভিন্ন অনিয়মের কারণে ২২হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একুশে সংবাদ/স.উ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :