AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উলিপুরে মসজিদে মুসুল্লির মৃত্য!



উলিপুরে মসজিদে মুসুল্লির মৃত্য!

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে মস‌জি‌দে নামাজ পড়‌তে গি‌য়ে আব্দুল ক‌রিম (৬০) না‌মের এক মুসল্লির মৃত‌্যু হ‌য়ে‌ছে। এমন অনাকাঙ্খিত ঘটনাটি ঘ‌টে‌ছে শুক্রবার (২৫ আগষ্ট ) বি‌কেল ৫টায় পৌর শহ‌রের মস‌জিদুল হুদায়। ‌মৃতব্যক্তি উপ‌জেলার দলদ‌লিয়া ইউনিয়‌নের সরফ‌দি এলাকার মৃত অহরু‌দ্দিনের ছে‌লে।

 

নিহ‌তের স্বজন‌দের সূ‌ত্রে জানা যায়, আব্দুল ক‌রিম হার্টের রোগী ছি‌লেন শুক্রবার সকা‌লে তার ভাই আমজাদ হো‌সেনের পৌর শহ‌রের বা‌ড়ি‌তে যান। বি‌কে‌লে বাজা‌রে ওষুধ কিন‌তে গি‌য়ে আস‌রের নামা‌জ আদা‌য়ের জন‌্য মস‌জিদুল হুদায় যান। এ সময় অসুস্থ হ‌য়ে প‌ড়‌ে এবং সেখা‌নেই তিনি মৃত্যু বরণ করেন।

 

ওই মস‌জি‌দের খা‌দেম আব্দুল হা‌কিম জানান, আসরের আজান শে‌ষে মস‌জিদে গি‌য়ে দেখি তি‌নি মে‌ঝে‌তে প‌ড়ে আছেন, ক‌য়েকজন মুসল্লিসহ তাকে উদ্ধার কর‌তে গে‌লে তা‌কে মৃত অবস্থায় পাওয়া যায়।

 

নিহতের ছোট ভাই আজাদ আলী জানান, আব্দুল ক‌রিম হার্টের রোগী ছি‌লেন।

 

মৃত আব্দুল ক‌রিম পাঁচ সন্তা‌নের জনক ব‌লেও জানা যায়।


একুশে সংবাদ.কম/এসএপি

Shwapno
Link copied!