AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১১ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খেলতে গিয়ে শিশুরা পেল গ্রেনেড


Ekushey Sangbad
লিটন বিন ইসলাম, মাধবপুর, হবিগঞ্জ
০৬:৪৩ পিএম, ১৯ আগস্ট, ২০২৩

খেলতে গিয়ে শিশুরা পেল গ্রেনেড

হবিগঞ্জের মাধবপুরে চার শিশু ফুটবল নিয়ে পুকুরে খেলতে গিয়ে একটি গ্রেনেড পেয়েছে। শনিবার (১৯ আগষ্ট) দুপুরে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হাসিনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

 

খবর পেয়ে  মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই আ: কাদির এর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটিকে কর্ডন করে রেখেছে।

 

এসআই আ:কাদির জানান, হাসিনাবাদ গ্রামের তাজুল ইসলাম ও আজিজুল ইসলাম এর মালিকানাধীন পুকুরে চার শিশু ফুটবল নিয়ে খেলা করছিল। এসময় এক শিশুর পায়ে গ্রেনেডটি লাগলে সে এটি তুলে এনে বড়দের দেখায়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে আমরা এসে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য সবাইকে সরিয়ে দিয়ে এটিকে কর্ডন করে রেখেছি।

 

তিনি জানান, গ্রেনেডটি অনেক পুরনো, মরিচাধরা তবে পিন এখনো ঠিক আছে।

 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম খান একটি গ্রেনেড সাদৃশ্য বস্তু পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, এই বিষয়ে এক্সপার্টকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরিক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

 

একুশে সংবাদ/এসএপি
 

Shwapno
Link copied!