বরগুনার আমতলী উপজেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন বরগুনার নব যোগদানকৃত জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম।
বুধবার (১৬ আগস্ট) আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আশরাফুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি ছিলেন, আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাড: এম এ কাদের মিয়া . আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান,আমতলী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, বরগুনা জেলা পরিষদ সদস্য মো. আহুরুজ্জামান খান আলমাস , মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল জাহের, আমতলী থানার ওসি তদন্ত আমির সেরনিয়াবাত, আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার, হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আরপাঙ্গাশিয়া ইউ, পি চেয়ারম্যান সোহেলী পারভিন মালা, গুলিশাখালী ইউ,পি চেয়ারম্যান অ্যাড:এইচ এম মো: মনিরুল ইসলাম মনি।
সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সমকাল প্রতিনিধি মো. জাকির হোসেন, আমতলী রিপোর্টাস ইউনিটির সভাপতি মো. হায়াতুজ্জামান মিরাজ , আমতলী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. আবু সাইদ খোকন।
সভার শুরুতে প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।
মতবিনিময় সভায় আমতলী উপজেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/স.খ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :