কিশোরগঞ্জের ভৈরবে ১৪ কেজি গাঁজাসহ সাদ্দাম মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১৪ ভৈরব ক্যাম্প সদস্যরা। আজ মধ্যরাতে কালিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত আনুমানিক দেড়টার সময় কাপিুরগ্রামে মাদক বিরোধি অভিযান চালানো হয়। অভিযানে উল্লেখিত এলাকার ইনু মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী সাদ্দাম মিয়াকে আটক করা হয়। এসময় তার নিজ দখলে থাকা ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ জব্দ করে তাকে আটক করা হয়েছে।
র্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃত সাদ্দাম স্বীকার করেছে সে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এ ব্যাপারে আটককৃত সাদ্দামের বিরুদ্ধে র্যঅব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :