১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে একযোগে লালমনিরহাট জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট সোসাইটির লালমনিরহাট ইউনিট।
রোববার (১৩ আগস্ট) দুপুরে লালমনিরহাট জেলা মডেল মসজিদ প্রাঙ্গনে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া যুব রেড ক্রিসেন্টের সদস্যরা জানায় একযোগে লালমনিরহাটের ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রয়োজনে স্বেচ্ছাশ্রমে রেডক্রিসেন্ট নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। জনসচেতনতা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ভূমিকা পালনসহ নানাবিধ সামাজিক সচেতনা বৃদ্ধির কাজ করে রেডক্রিসেন্ট সোসাইটি। রেড ক্রিসেন্ট সোসাইটির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
যুব রেড ক্রিসেন্ট লালমনিরহাট জেলা ইউনিটের এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ্, রেড ক্রিসেন্ট সোসাইটি লালমনিরহাট জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডঃ আশরাফ হোসেন বাদল, ভাইস চেয়ারম্যান অ্যাডঃ সফুরা বেগম রুমী(সাবেক সংসদ সদস্য),কার্যকরী সদস্য অ্যাডঃ শরিফুল ইসলাম রাজু, যুব রেড ক্রিসেন্ট লালমনিরহাট ইউনিটের প্রধান সুজন বর্মন, জেলা ইউনিট কর্মকর্তা সাইদুর রহমান আমান,যুব ক্রিসেন্ট সদস্য নয়ন বর্মন, খালেদা ঐশী প্রমূখ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/জ.ব.প্র/জাহা
আপনার মতামত লিখুন :