শেরপুরের নালিতাবাড়ীতে মালবাহী কাভার্ট ভেনের সাথে সংঘর্ষে জাফর ইকবাল (২৬) নামের এক মটর সাইকেল চালক নিহত হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) চিতাখলা বাইপাশ মোড়ে নালিতাবাড়ী-নকলা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত জাফর ইকবাল উত্তর গড়কান্দা এলাকার নূর হোসেন এর ছেলে।
পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, চিতাখলা বাইপাশ মোড়ে নালিতাবাড়ী-নকলা মহাসড়কে বিকাল ৫ টাকা দিকে নাকলা গামি কাভার্ডভ্যান অপর দিক থেকে আসা মটর সাইকেলকে ধাক্কাদিলে মটর সাইকেল চালক ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানিয় লোকজন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কাভার্ডভ্যান নকলায় আটক করা হলেও চালক পালিয়েছে। আইনি ব্যাবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হোক ঘটনা সততা স্বীকার করেন।
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :