বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরদ্ধে আদালতের সাজার রায়ের প্রতিবাদে সমাবেশ করেছে জেলা বিএনপি।
কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার (৪ আগস্ট) বিকালে শহরের ঘোড়াদিয়া এলাকায় তিতাস রোডে এই সমাবেশ করা হয়। বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, দ্বীন মোহাম্মদ দীপু, আকবর হোসেন, একেএম গোলাম কবির কামাল, ফারক উদ্দিন ভুইয়া, আমিনুল হক বাচ্চু, মহসিন হোসাইন বিদ্যুৎ, রায়পুরা উপজেলা বিএনপি নেতা আব্দুর রহমান খোকন।
সমাবেশে বক্তারা, তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরদ্ধে আদালতের দেয়া সাজার রায়কে মিথ্যা ভিত্তিহীন ও অবৈধ আওয়ামী লীগ সরকারের ফরমায়েশী দাবি করে নিন্দা ও প্রতিবাদ জানান।
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :