AB Bank
ঢাকা রবিবার, ০১ অক্টোবর, ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাটহাজারীতে মহাসমারোহে শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপিত


হাটহাজারীতে মহাসমারোহে শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপিত

হাটহাজারীতে মহাসমারোহে ভাবগম্ভীর পরিবেশে আজ মঙ্গলবার বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপন করা হয়েছে।

 

বৌদ্ধ ধর্মের প্রবক্তা মহাকারুনিক গৌতম বুদ্ধের জীবনে সংগঠিত ঘটনা, যথাক্রমে সিদ্ধার্থ গৌতমের মাতৃ জঠরে প্রতিসন্ধি গ্রহন, গৃহত্যাগ,বুদ্ধ কর্তৃক সারানাথে ধর্মচক্র সূত্র দেশনা, প্রতিহার্য ঋদ্ধি প্রদর্শন,  মাতৃদেবীকে দেশনার জন্য তাবতিংস স্বর্গে গমন ও ত্রৈমাসিক বর্ষাব্রত অধিষ্ঠান আরম্ভের স্মৃতি বিজরিত শুভ আষাঢ়ী পূর্ণিমা উৎসব।

 

আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে উপজেলার আওতাধীন আটটি বৌদ্ধ জনগোষ্ঠী অধ্যূষিত ১২ টি  বৌদ্ধ বিহার তথা মন্দিরে  দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হয়েছে।

 

কর্মসূচির মধ্যে রয়েছে ভোরে পবিত্র ত্রিপিটকের মঙ্গলবানী পাঠ, সমবেত বুদ্ধ বন্দনা, জাতীয়, ধর্মীয় ও স্ব স্ব সংগঠনের পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা, পঞ্চশীল ও উপসথ শীল গ্রহন, ভিক্ষু সংঘের পিন্ডদান, উপসথ শীলধারীদের মধ্যহৃভোজ গ্রহন, আষাঢ়ী পূর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠান, আলোক সজ্জা,  বুদ্ধ কীর্তন,  সন্ধ্যা কালীন প্রদীপ পূজা, দেশের শান্তি ও সমৃদ্ধি এবং জীব জগতের মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা।

 

উপজেলা আওতাধীন পশ্চিম ধলই উদালিয়া শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শ্রীমৎ  শান্তদর্শী ভিক্ষু , মির্জাপুর শান্তিধাম বিহারের সভায় সভাপতিত্ব করেন বিহারের আবাসিক ভিক্ষু , মির্জাপুর গৌতমাশ্রম বিহারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভদন্ত শাসনানন্দ মহাথের, বালুখালী জগৎ জোতি বৌদ্ধ বিহারের সভায় সভাপতিত্ব করেন বিহারাধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাথেরো , গুমানমর্দ্দন ধর্মচক্র বিহারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ড,বুদ্ধপাল মহাথেরো , আরিয়া ওয়াংচা আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভদন্ত আরিও ওয়াচা , গুমানমর্দ্দন সার্বজনীন নালন্দা বিহারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ড,দেবপ্রিয় মহাথেরো  গুমানমর্দ্দন শান্তি বিহারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জিনপ্রিয় ভিক্ষু, রুদ্রপুর ধর্মরত্ন বিহারে আয়োজিত সভায় সভাপতি ত্ব করেন দীপানন্দ মহাথের , মীরেরখীল চন্দ্রপুর বেনুবন বিহারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংঘমিত্র ভিক্ষু, জোবরা সুগত বিহারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভদন্ত শীলরক্ষিত মহাথেরো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্ংলগ্ন বিশ্ব শান্তি প্যাগোডায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ড,জ্ঞানরত্ন মহাথের, মধ্যম মার্দাশা সার্বজনীন শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভদন্ত সুপাল বংশ ভিক্ষু।

 

একুশে সংবাদ/আ.দ.প্র/জাহা

Link copied!