AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২১ বছর পর স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, জয়পুরহাট
০৪:৪৪ পিএম, ৩১ জুলাই, ২০২৩

২১ বছর পর স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ী গ্রামের মাহফুজা খাতুন ওরফে আঞ্জু নামে এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামী অছির উদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

 

সোমবার (৩১ জুলাই) অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক আব্বাস উদ্দিন আসামির অনুপস্থিতিতে এ আদেশ দেন। জয়পুরহাট আদালতের সরকারি কৌসলি এ্যাড. নৃপেন্দ্র নাথ মন্ডল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

দণ্ডপ্রাপ্ত অছির উদ্দিন জেলার কালাই উপজেলার মোলামগাড়ী  গ্রামের মৃত অফির উদ্দিনের ছেলে।

 

মামলা সূত্রে জানা যায়, ২০০২ সালের ১৫ ডিসেম্বর সন্ধ্যায় অছির উদ্দিন তার স্ত্রীকে নিয়ে পাশের বামনগ্রামে ধর্মীয় সভা দেখাতে নিয়ে যায়। পরে সভাস্থল থেকে স্ত্রীকে ডেকে নিয়ে যায় তার স্বামী অছির উদ্দিন। এরপর পরের দিন ১৬ ডিসেম্বর মোলামগাড়ী ফসলী মাঠের মধ্যে গৃহবধূ মাহফুজা খাতুন ওরফে আঞ্জুর মরেদহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়ে দেন। এ ঘটনায় নিহতের চাচা আ. হামিদ সরদার বাদী হয়ে কালাই থানায় মামলা করেন।

 

এরপর ২০০৩ সালের ৩০ এপ্রিল তারিখে তৎকালীন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আমিনুল ইসলাম আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও ১৪ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।

 

মামলার সরকারি পক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্র নাথ মন্ডল ও এপিপি উদয় সিং আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন নন্দকিশোর আগারওয়ালা ও বিমান চন্দ্র বসাক বলে নথি সুত্রে জানা গেছে।

 

একুশে সংবাদ/ম.র.প্র/জাহা

Shwapno
Link copied!