রাজশাহীর গোদাগাড়ীতে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন হয়েছে। সোমবার (৩১ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার কাদিপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন হয়।
কর্মসূচি উদ্বোধনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা: নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:জুলফিকার মো. আখতার হোসেন, গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম।
গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে কর্মসূচি উদ্বোধনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত।
গোদাগাড়ীর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত)ও সমন্বয়কারী ডা: রিপা রাণী বলেন, স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় ১৬০ দিন ব্যাপি ২০২ জন শিক্ষার্থীকে দুধ খাওয়ানো হবে।
অনুষ্ঠান সঞ্চলনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম।
একুশে সংবাদ/আ.ব.প্র/জাহা
আপনার মতামত লিখুন :