১৫ আগষ্ট জাতীয় শোক দিবসসহ মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করার লক্ষ্য ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে কার্যনির্বাহী কমিটির এক সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় শহরের আলিপুরস্থ হাসিবুল হাসান লাভলু সড়কের জেলা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয়ে জেল জেলা আ`লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ এর সঞ্চালনায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১ আগষ্ট দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারনের মাধ্যমে মাশব্যাপী কর্মসূচীর উদ্বোধন। ৫ আগষর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মদিন পালন ৮ আগষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন পালন ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন, ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলা দিবস পালন ও ২১ আগষ্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনা সভায় বক্তারা বিএনপির আন্দোলনের নামে ঢাকাসহ সারা দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে এট তীব্র নিন্দা জানানো হয়। আওয়ামী লীগ সব সময় শান্তি পূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনে বিশ্বাসী উল্লেখ করে বক্তারা আরও বলেন বিএনপি যদি সভা-সমাবেশের নামে দেশে এরকম অরাজকতা সৃষ্টির চেষ্টা করে আওয়ামী লীগের একজন নেতা-কর্মীও ঘরে বসে থাকবে না। আওয়ামীলীগ সরকার শান্তি প্রিয় দেশের উন্নয়ন রাজনীতির মধ্যে দিয়ে জনগণের আস্থা অর্জন করেছে বলেই জামায়াত বিএনপির দোসরদের গায়ে জালা ধরেছে বলে তারা আবার অগ্নি সন্ত্রাস করতে এবার মাঠে ময়দানে নেমেছেন। কিন্তু তাদের মাঠ একেবারেই ফাঁকা।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :