কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে র্যালী,উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৫ জুলাই দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কটিয়াদী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি র্্যালী বের হয়ে কটিয়াদী পৌরসভার গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্্যালী শেষে কটিয়াদী উপজেলা পরিষদ হল রুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ মুশতাকুর রহমান,কটিয়াদী পৌর মেয়র শওকত উসমান, উপজেলা সিনিয়র মৎস অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, নবনিযুক্ত উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম ভূইয়া,সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন,মৎসচাষী ওমর ফারুকসহ আরো অনেকে।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন কটিয়াদী উপজেলা সমাজসেবা অফিসার মঈনুর রহমান মনির।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে সামনের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।সবশেষে মৎস চাষীরা বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় মৎস চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
একুশে সংবাদ/আ র ভূঁ/স ক
আপনার মতামত লিখুন :