ঝিনাইদহের মহেশপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ওয়ার্ড যুবলীগের সভাপতি হানিফ মন্ডল নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন।
শুক্রবার (২১ জুলাই) বিকেলে মহেশপুরের আলমপুর ৪ নম্বর স্কুল মাঠে ঘটনাটি ঘটে। বর্তমানে হানিফের মৃত দেহ কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে, চিকিৎসাধীন রয়েছে আহতরা।
নিহত হানিফ মন্ডল (৩০) মহেশপুরের আলমপুর ৪ নম্বরের রফিকুল ইসলামের ছেলে। সে আলমপুর ৬ ওয়ার্ড যুবলীগের সভাপতি। এছাড়া আহত হচ্ছেন, ওই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৩৫), মোকবুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৭), শফিকুল ইসলামের ছেলে মতিয়ার রহমান (৩৫)।
মৃত হানিফ মন্ডলের চাচা সুমন হোসেন বলেন, শুক্রবার বিকেলে মহেশপুরের আলমপুর ৪ নম্বর স্কুল মাঠে ফুটবল খেলা হচ্ছিল। খেলা নিয়ে তর্কে জড়িয়ে পড়েন দর্শকদের দুটি পক্ষ। এরপর মারামারি ঘটনা ঘটে। ওই মারামিতে আমার ভাইপো মারা গেছে।
এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তারুনী পাশা বলেন, হানিফকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। এ ছাড়া আহত অবস্থায় পেয়েছি ৩ জনকে। এদের মধ্যে ২ জনকে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। আরেক জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, ঘটনা শুনে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দেখি ফুটবল খেলা নিয়ে মারামারিতে হানিফ নামে একজন মারা গেছেন। আহত হয়েছেন ৩ জন। আমরা মৃত দেহের সুরতহাল করেছি। ময়নাতদন্তের জন্য ও পাঠাব। তবে তাদের বাড়ি মহেশপুর থানায় হওয়ায় মামলা হবে ওই থানায়।
একুশে সংবাদ/এসএপি