AB Bank
ঢাকা সোমবার, ০২ অক্টোবর, ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরাজগঞ্জে ৫০ লাখ টাকার হেরোইন সহ আটক ২


Ekushey Sangbad
মো. দিল, সিরাজগঞ্জ
০২:৩৮ পিএম, ২১ জুলাই, ২০২৩
সিরাজগঞ্জে ৫০ লাখ টাকার হেরোইন সহ আটক ২

সিরাজগঞ্জের সলঙ্গায় এক অভিযানে ৫০ লাখ টাকার হেরোইন সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। এ সময় জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস।

 

গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকার কেরানীগঞ্জের আগানগরের হারুন ফকিরের ছেলে হেলাল উদ্দিন (২৩) ও কিশোরগঞ্জের তাড়াইল থানার নান্দইলের বাবুল হোসেনের ছেলে অলি উল্লাহ (২৫)।

 

র‌্যাব-১২ এর অধিনায়ক মো. মারুফ হোসেন জানান, শুক্রবার (২১ জুলাই) ভোরে র‌্যাব-১২’র স্পেশাল একটি দল হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন রামারচরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অবস্থান নেয়। তখন উক্ত মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৪৭৩ গ্রাম হেরোইনসহ ঐ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। পরে মাইক্রোবাস ও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা দু’জনে দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে তাদের ব্যবহৃত নোহা-মাইক্রোর মাধ্যমে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিলো।

 

শুক্রবার (২১ জুলাই) সকালে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/এসএপি
 

Link copied!