ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন ও মিড ডে মিল চালু উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব প্রদানের জন্য অভিভাবকদের ও অগ্রনী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা স্কুল ফাঁকি দিচ্ছে কিনা সে দিকে লক্ষ রাখতে হবে। স্কুলে পড়ালেখার পাশাপাশি বাড়িতে পড়ালেখা করছে কিনা সে দিকে নজর দিতে হবে।
অত্র বিদ্যালয়ের সভাপতি দুলাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বুলবুল, স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন,সহকারী শিক্ষা কর্মকর্তা শিউলী কর,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ,ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সভাপতি হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন সহ ছাত্রছাত্রী ও তাদের অভিভাকরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে ফুল বাগান উদ্ধোধন করা হয়।
একুশেসংবাদ.কম/আ.হো/বিএস