AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদীতে খোকনের হাজিরা ঠেকাতে গাড়ি ভাংচুর


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৪:২৩ পিএম, ১৩ জুলাই, ২০২৩
নরসিংদীতে খোকনের হাজিরা ঠেকাতে গাড়ি ভাংচুর

নরসিংদীতে ছাত্রদলের দুই নেতা হত্যা মামলায় বিএনপি‍‍`র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এর আদালতে হাজিরা প্রতিহত করতে আদালত প্রাঙ্গণসহ সড়কে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ করেছে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা। এসময় তারা মাইক্রোবাসসহ তিনটি গাড়ি ভাঙ্গচুর করেছে।

 

জানা যায়, ছাত্রদলের দুই নেতা হত্যা মামলায় বিএনপি‍‍`র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন হাইকোর্ট থেকে অস্থায়ী জামিন নিয়েছিলেন। আজকে সকালে তিনি নরসিংদীর আদালতে উপস্থিত হয়ে জামিন নিতে আসবেন এমন সংবাদে ছাত্রদলের পদবঞ্চিত নেতা সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনউদ্দিনের নেতৃত্বে সকাল থেকেই তারা আদালতে আসার সড়ক অবরোধ করে রাখে।

 

এসময় তারা সড়কে খায়রুল কবির খোকন সহ হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। এই সময় খায়রুল কবির খোকনের পক্ষে  হাই কোর্টের আইনজীবীরা আদালতে ঢুকতে চাইলে পদ বঞ্চিত নেতারা তাদের বহনকারী ৩ টি গাড়ী ভাঙচুর করে। এ সময় আদালত প্রাঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে  আদালত প্রাঙ্গনে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

ছাত্রদলের পদবঞ্চিত নেতা সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনউদ্দিন বলেন, ত্যাগী ও যোগ্যদের বাদ দিয়ে ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। আর এই কমিটি বাতিলের আন্দোলন করতে গিয়ে আমাদের দুইজন ভাই মারা গেছে। আর তারা বলছে আমাদের ভাইকে না কি আমরাই মেরেছি। যতদিন পর্যন্ত এই হত্যাকান্ডের বিচার না হবে ততদিন খোকন -শিরীনসহ কোন আসামিই নরসিংদীতে পা ফেরতে পারবে না। আমরা তাদের নরসিংদীর মাটিতে প্রতিহত করবো।

 

হাইকোর্টের আইনজীবি এডভোকেট ইলতুতমিশ সওদাগর বলেন, আমরা আদালতে যাওয়ার জন্য স্টেডিয়ামের সামনে পৌঁছানো মাত্র তারা গাড়ি থামিয়ে অতর্কিত ভাবে হামলা চালায়। এসময় পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী সামনে থাকলে ও তারা এগিয়ে আসেনি। তারা আমাদের তিনটি গাড়ি ভেঙ্গে চুরমার করে ফেলেছে।

 

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, আমরা খবর পেয়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

উল্লেখ্য, ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে আন্দোলন করে আসছে ছাত্রদলের পদ বঞ্চিত নেতারা। এরই ধারাবাহিকতায় ২৫শে মে ছাত্রদলের পদ বঞ্চিত নেতারা মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিলে বের করে। ওই সময় মিছিলে দুর্বৃত্তরা গুলি ছুড়ে। এসময় ছাত্রদল নেতা সাদেকুর রহমান ও আশরাফুল গুলিবিদ্ধ হয় ।পরে ঢাকা নেওয়ার পর তাদের মৃত্যু হয় ।এই ঘটনায় খায়রুল কবির খোকন ও তার স্ত্রী শিরীন সহ ৩০ জনের বিরুদ্ধে নিহত সাদেকুরের  ভাই আলতাফ হোসেন হত্যা মামলা করেন। এই মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

একুশে সংবাদ/সা.হ.প্র/জাহা

Link copied!