ইন্টারন্যাশনাল মুভমেন্ট অব কাথলিক স্টুডেন্টস (আইএমসিএস) পাক্স রোমানা এর বিশ্ব সমাবেশে প্রথম বাংলাদেশি হিসেবে উইলিয়াম নকরেক আর্ন্তজাতিক সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
শনিবার (৮ জুলাই) থাইল্যান্ডের চিয়াংমাইয়ে এক সমাবেশে তিনি এ সভাপতি নির্বাচিত হন।
উইলিয়াম নকরেক শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাউয়াকুড়ি গ্রামের দেলপিনা নকরেক ও মৃত ইতিন্দ্র চিসিমের দ্বিতীয় ছেলে এবং উপজেলার ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কোপেন্দ্র নকরেক এর ভাগ্নে।
উইলিয়াম নকরেক ২০২৪ সালের পহেলা জানুয়ারী থেকে চার বছরের জন্যে সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন। আইএমসিএস`র ১০২ বছরের ইতিহাসে তিনিই প্রথম বাংলাদেশি হিসেবে এই পদে প্রথমবারের মত নির্বাচিত হলেন। এছাড়াও তিনিই এই মুভমেন্টের প্রথম আদিবাসী সভাপতিও৷ তিনি এর আগে বাংলাদেশ কাথলিক স্টুডেন্টস মুভমেন্ট (বিসিএসএম) ও আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক সভাপতি নির্বাচিত হওয়ার আগে তিনি আইএমসিএস এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন।
জানা গেছে, আইএমসিএস প্যাক্স রোমানা হল কাথলিক ছাত্রদের আন্তর্জাতিক আন্দোলন যা ছয়টি অঞ্চলের ৮০টিরও বেশি বিভিন্ন জাতীয় ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একত্রিত করেছে। ১৯২১ সাল থেকে এই আন্দোলনটি বৈশ্বিক স্তরে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে পাক্স রোমানা নামে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তখন থেকেই আইএমসিএস বিশ্বব্যাপী শিক্ষার্থীদের সামগ্রিক গঠনে সহায়তা করে আসছে।
১৯৪৯ সাল থেকে, আইএমসিএস একটি বেসরকারী সংস্থা (এনজিও) হিসেবে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ECOSOC), জাতিসংঘের জন তথ্য বিভাগ (DPI) এবং শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থাসহ (UNESCO) জাতিসংঘের সাথে পরামর্শমূলক অবস্থানে তার সদস্যদের পক্ষে অ্যাডভোকেসি কার্যক্রম অব্যাহত রেখেছে।
এই বিশ্ব সমাবেশে সাধারণ সম্পাদক ও চ্যাপলেইন হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে ফাসিকা লাচোরে লাবা, ইথিওপিয়া ও জোজো
একুশে সংবাদ/আ.ম.প্র/জাহা
আপনার মতামত লিখুন :