AB Bank
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আত্রাইয়ে কেন্দ্রীয় রাধা-গোবিন্দ মন্দিরের কাজ শুরু


আত্রাইয়ে কেন্দ্রীয় রাধা-গোবিন্দ মন্দিরের কাজ শুরু

নওগাঁর আত্রাইয়ে কেন্দ্রীয় সার্বজনীন রাধা-গোবিন্দ মন্দিরে বালি দিয়ে ভরাটের মাধ্যমে এর কার্যক্রম শুরু করা হয়েছে।

 

উপজেলা সদর সাহেবগঞ্জ পালপাড়া প্রাকৃতিক মনোরম পরিবেশ বেষ্টিত গুড় নদী সংলগ্ন স্থানে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল।

 

তিনি জানান, দীর্ঘদিন থেকে কেন্দ্রীয় মন্দিরের অভাব দেখা দিলেও যাইগার সংকুলান না হওয়ায় বাস্তবায়ন সম্ভব হয়নি। একদিন ভাইদের ডেকে পারিবারিকভাবে বসে গুড় নদী সংলগ্ন আমাদের পৈতিক ১০ শতক জমি মন্দিরের নামে লিখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে গ্রামবাসীকে বৈঠকের মাধ্যমে আমাদের পারিবারিক সিদ্ধান্তের কথা জানালে তাঁরা জয়ধ্বনির মাধ্যমে উল্লাশ করতে থাকেন।

 

এরপর ওই বৈঠকেই মন্দিরের নাম এবং মন্দিরের যাইগা রেজিষ্ট্রি করার তারিখ নির্ধারণ করেন গ্রামবাসী। অল্প সময়ের মধ্যে আরম্বর পরিবেশে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানান তিনি।

 

গ্রাম প্রধান বিশিষ্ট্য ব্যবসায়ী বীরেন্দ্রনাথ পাল জানান, বৈঠকের মাধ্যমে দত্ত পরিবারের সিদ্ধান্তের কথা জানতে পেরে গ্রামবাসীর দীর্ঘ দিনের চাওয়া পুরণ হতে চলায় সবার মধ্যে উল্লাসের জোয়ার বতে শুরু করেছে। তিনি আরও জানান, সমাজের গচ্ছিত ও বিভিন্ন উৎস হতে প্রাপ্ত অর্থ দিয়ে মন্দিরের জমি রেজিস্ট্রি অন্তে মন্দির স্থান ভরাটের কাজ শুরু করা হয়েছে। সেইসাথে শত ব্যস্ততার মাঝে মন্দিরের সার্বিক বিষয় তদারকি করায় আ’লীগ সভাপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আ’লীগ সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, যুগ্ন সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আফছার আলী, প্রচার সম্পাদক ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি স্বপন কুমার দত্ত, ইউপি সদস্য আব্দুল হাকিম, আনন্দ চন্দ্র পাল, নীরেন্দ্র নাথ মহন্ত, উজ্জল চন্দ্র মহন্তসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ন.ন.প্র/জাহা

Link copied!