AB Bank
ঢাকা শুক্রবার, ১৭ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শহরে ইজিবাইক হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন রবিউল


শহরে ইজিবাইক হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন রবিউল

রাজশাহী শহরে ইজিবাইক চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করতেন তানোরের রবিউল ইসলাম নামের এক অসহায় দরিদ্র ব্যক্তি। জীবিকা নির্বাহের শেষ সম্বল সেই ইজিবাইকটি চুরি হয়ে যায় বলে নিশ্চিত করেন চন্দ্রিমা থানার এসআই প্লাবন কুমার।

 

রবিউলের বাড়ি উপজেলার সরনজাই ইউনিয়ন(ইউপির) ভাগনা পশ্চিম পাড়া গ্রামে। সে মৃত আব্দুল কাদেরের পুত্র।

 

গত জুন মাসের ১৮ তারিখ শহরের ভদ্রা পার্কের গেটে ঘটে চুরির ঘটনাটি। গাড়ীটি হারিয়ে চরম মানবেতর  জীবন যাপন করছেন রবিউলের পরিবার।

 

রবিউল জানান, রাজশাহী শহরে ইজিবাইক চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করি। এঅবস্থায় গত জুন মাসের ১৮ সকাল ৮ টার দিকে দুজন লোক ভদ্রা পার্কে যাবেন বলে ভাড়া করেন। পার্কের গেটে তারা নেমে আমাকে দোকানে পাঠিয়ে মুহুর্তের মধ্যে উধাও হয়ে যান। অনেক খোঁজাখুঁজির করার পরও পায়নি ইজিবাইকটি। বাধ্য হয়ে চন্দ্রিমা থানায় অভিযোগ করি। কিন্তু ২০ দিন অতিবাহিত হলেও কোন কিনারা পায়নি পুলিশ।

 

সিসি টিভির ফুটেজও দেওয়া আছে। গাড়িটিই আমার জীবনের সম্বল। ঈদের আগে হারিয়ে যাওয়ার কারনে পরিবারে কোন আনন্দ ছিল না। ঋন নিয়ে গাড়িটি কিনেছিলাম। এখন ঋন কিভাবে পরিশোধ করব, আর সংসার চলবে কিভাবে বলে হাওমাও করে কান্না শুরু করেন। সবুজ কালারের ইজিবাইকটির নম্বর রা:সি:ক:- খ ( ০৮৫৮৯)। 

 

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা চন্দ্রিমা থানার এসআই প্লাবন কুমার সাহা জানান, চোর শহরের না, তারা বাহিরের, সিসি টিভির ফুটেজ বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে। ইজিবাইকটি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/সা.হ.প্র/জাহা

Link copied!