পাবনা ঈশ্বরদীতে পুকুরের পানিতে ডুবে লামিয়া নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুলাই) দুপুরে উপজেলার সাড়া ইউনিয়নের গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে।
লামিয়া ওই এলাকার আবু বক্করের মেয়ে।
জানা যায়, আজ দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে যায় শিশু লামিয়া। লামিয়া বাড়িতে না আসায় দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তাকে এক পর্যায়ে পুকুর থেকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু বরণ করেন।
শিশু লামিয়ার মৃত্যুতে পরিবার আত্মীয় সজলসহ এলাকায় সুখের ছায়া নেমে এসেছে ।
একুশে সংবাদ/রা.ব.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

