শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল উচ্চবিদ্যালয়ে নিয়োগ বানিজ্য, অর্থ বানিজ্য, জমি লিখে নেওয়া ও দুর্নীতির প্রতিকার চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শওকত সাইদ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিরুল ইসলামের বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে নাকুগাও - নালিতাবাড়ী মহাসড়কে নয়াবিল বাজারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে ম্যানেজিং কমিটির নির্বচিত ৫ জনছাত্র অভিভাবক সদস্য ও ছাত্র -ছাত্রীদের অভিভাবকগণ অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৬ জুন নিজপ্রতিষ্ঠানে পরিক্ষা অনুষ্ঠিত না হয়ে গোপনীয়ভাবে জেলা শহরের শেরপুর ভিক্টোরিয়া একাডেমিতে সহকারী প্রধান শিক্ষক ও পরিচ্ছন্ন কর্মী পদে নিয়োগ সম্পাদনের আয়োজন করে নয়াবিল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শওকত সাইদ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম।
সেখানে ৫ জন ছাত্র অভিভাবক সদস্য উপস্থিত হন এবং গোপন নিয়োগ পরিক্ষা, নিয়োগ বানিজ্য বন্ধের জন্য তাদের বাধা দেন। কিন্তু কমিটির সভাপতি শওকত সাইদ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইললাম পরিক্ষা গ্রহন করে নিয়োগ সম্পন্ন করেন।
নয়াবিল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। অনিয়মের অভিযোগের কোন প্রমান দিতে পারবেনা।
একুশেসংবাদ.কম/আ.ম/বিএস
আপনার মতামত লিখুন :