ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মানিক হোসেন (২৪) এবং অবৈধ মাদকদ্রব্য ৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আরমান আলী (১৯) নামে দুই মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাতে পৌর শহরের রঘুনাথপুর এলাকায় এবং হাজীপুর ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক সহ তাদের গ্রেপ্তার করা হয়। আরমান আলী পৌর শহরের রঘুনাথপুর পানুয়াপাড়া গ্রামের তোফাজ্জাল হোসেনের ছেলে এবং মানিক হোসেন জাবরহাট ইউনিয়নের আইজুল হোসেনের ছেলে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, দিনাজপুর র্যাব- ১৩ এর একটি দল উপজেলার বৈরচুনা ইউনিয়নে অবস্থান কালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন এক ব্যক্তি ওই ইউনিয়নের আজলাবাদ এলাকায় মাদক বিক্রির জন্য অবস্থান করছেন। এ সময় সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে মানিক হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে তল্লাশী করে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল, একটি মোবাইল ফোন এবং নগদ ২৩০০ টাকা পাওয়া যায়।
এদিকে পৌর শহরের রঘুনাপুর পানুয়া পাড়া এলাকায় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির সময় আরমান আলী (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :