AB Bank
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থীর বাসায় গুলি ও ককটেল বিস্ফোরণ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ফরিদপুর
০১:২৪ পিএম, ১২ জুন, ২০২৩
ফরিদপুরে সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থীর বাসায় গুলি ও ককটেল বিস্ফোরণ

ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের সাবেক এক ইউপি চেয়ারম্যান সৈয়দ মাকসুদ আলী বিদু মিয়ায় বাসায় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

 

রোববার (১১ জুন) দিবাগত রাত ৩টার দিকে ওই ইউপি চেয়ারম্যানপ্রার্থীর বাড়িতে এ ঘটনা ঘটে।

 

তিনি এ বছরে অনুষ্ঠিত গেরদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে ইউপি নির্বাচন করেছিলেন। 

 

এসময় তিনি বাড়িতে ছিলেন না। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।তবে, কে বা কারা এবং কেন তার বাড়িতে গুলি ছুড়ল ও ককটেল ফাটাল - এ নিয়ে চলছে আলোচনা। 

 

এ ব্যাপারে বাড়ির মালিক সৈয়দ মাকসুদ আলী বিদু মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

 

গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ফরিদপুর সদর থানা পুলিশ।

 

তারা জানিয়েছেন, ঘটনাস্থল হতে দুটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ এবং এক রাউন্ড গুলির খোসা জব্দ করা হয়েছে। গুলিতে মাকসুদ আলী বিদু মিয়ার  ঘরের জানালার কাচ ভেঙে গেছে। 

 

এব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, বিষয়টি রহস্যময় মনে হচ্ছে। তবে, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়। আমরা বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে কাজ করছি, আশা করছি দ্রুত সময়ের মধ্যে পুলিশ এ রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হবে। 

 

একুশে সংবাদ/ন.ন.প্র/জাহা

Link copied!