মানিকগঞ্জে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে শান্তি মিছিল করেছে জেলা যুবলীগ নেতাকর্মীরা।
শনিবার (২০ মে) দুপুরে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া একটি বিক্ষোভ মিছিল জেলা শহর প্রদক্ষিণ করে। পরে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ করে দলটির নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী রানা, জেলা যুবলীগের সদস্য ফিরোজ আলম খান,মনিরুল ইসলাম খান মনি, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান তোহা প্রমুখ।
একুশে সংবাদ.কম/সা.খা/বিএস
আপনার মতামত লিখুন :