AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা


Ekushey Sangbad
নিউটন চাকমা, রাঙামাটি
০২:৪১ পিএম, ১৪ মে, ২০২৩

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি অঞ্চলের ছক্রাছড়া এলাকায় অজ্ঞাত ব্যক্তিদের গুলিতে এক ইউপিডিএফ কর্মীকে গুলি করা হয়েছে।

 

রবিবার (১৪ মে) সকাল আনুমানিক ৮ টায় এই গুলির ঘটনাটি ঘটে। ঘটনাস্থলটি রাঙামাটির সদর উপজেলার মানিকছড়ি এলাকায়।

 

নিহত ইউপিডিএফ কর্মীর নাম রূপান্ত চাকমা (৫২), পিতা- লক্ষ্মী চন্দ্র চাকমা, গ্রাম- শিমুলতলী, ৮নং ওয়ার্ড, মেরুং ইউপি, দীঘিনালা, খাগড়াছড়ি।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল সাড়ে ৮টার সময় রূপান্ত চাকমা সংগঠনের সাংগঠনিক কাজে বের হলে আগে থেকে উৎ পেতে থাকা অজ্ঞাত ব্যক্তিরা তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। এসময় ইউপিডিএফ কর্মী রুপান্ত চাকমা ঘটনাস্থলেই নিহত হন।

 

এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার পর ৫/৭ জনের একটি দল মানিকছড়ির  দক্ষিণে আমছড়ি-দেপ্যাছড়ি দিকে চলে যেতে দেখতে পেয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়নি।

 

একুশে সংবাদ/এসএপি

Shwapno
Link copied!