লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ১টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি এবং ৩৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৪ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নওদাবাস এলাকায় একটি বাড়িতে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম`র নেতৃত্বে অভিযান চালিয়ে সাইফুর রহমান (৩০) নামে এক যুকবকে আটক করে এসব মালামাল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে পুলিশের উপর হামলাসহ মোট ৪টি মাদক মামলা রয়েছে।
হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ ওসি শাহ্ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে সাইফুর রহমানকে গ্রেফতার করা হয় এবং আজ শুক্রবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/সি.মো.প্রতি/এসএপি
আপনার মতামত লিখুন :