AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুষ্টিয়ায় বিষাক্ত মদ পানে ৩ জনের মৃত্যু, আহত ৫


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,কুষ্টিয়া
১১:৪১ এএম, ২৪ এপ্রিল, ২০২৩
কুষ্টিয়ায় বিষাক্ত মদ পানে ৩ জনের মৃত্যু, আহত ৫

কুষ্টিয়ায় পৃথক এলাকায় বিষাক্ত অ্যালকোহল পান করে তিনজন মারা গেছেন। এছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন আরও ৫জন।

 

সোমবার (২৪ এপ্রিল) ভোর এবং সকালে কুষ্টিয়া জেনারেল হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।  

 

তারা হলেন- কুষ্টিয়ার ভেড়ামারা উপলোর রকিবুল আলমের ছেলে সিফাত (২৭), মিরপুর উপজেলার মশান বারুইপাড়া এলাকার হানিফের ছেলে রতন (২১) এবং সদর উপজেলার আইলচারা এলাকার হারুন অর রশিদের ছেলে শাহিন (৪৭)।

 

তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার।

 

তিনি বলেন, রোববার (২৩ এপ্রিল) রাতে বিষাক্ত অ্যালকোহল পান করে ৮ জন অসুস্থ হয়ে রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়।

 

এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে ৩জন মারা যায়। উন্নত চিকিৎসার জন্য ২জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৫ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কজনক।

 

উল্লেখ্য, কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পানে এমন মৃত্যু প্রায় প্রতি বছরই ঈদ ও দূর্গাপূজায় ঘটে। তবে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোন ব্যবস্থা নিতে কখনো চোখে পড়ে না।

 

একুশে সংবাদ.কম/আ.ক.প্রতি/এসএপি

 

Link copied!