AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোবিন্দগঞ্জে টিসিবি’র পন্য পঁচা দুর্গন্ধ নিম্নমানের মশুর ডাল বিতরণের অভিযোগ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,গাইবান্ধা
০৭:১৪ পিএম, ৩১ মার্চ, ২০২৩
গোবিন্দগঞ্জে টিসিবি’র পন্য পঁচা দুর্গন্ধ নিম্নমানের মশুর ডাল বিতরণের অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডিলারের বিরুদ্ধে টিসিবি’র পন্যে পঁচা দুর্গন্ধ নিম্নমানের মশুর ডাল বিতরণের অভিযোগ উঠেছে।


জানা গেছে,নিম্ন আয়ের মানুষের জন্য সরকার চলমান টিসিবি’র পন্যে’র প্যাকেজ রমজান মাসে বিতরণ শুরু  করেছে। প্রত্যেক প্যাকেজে আছে সোলা বুট ১ কেজি, মশুর ডাল ২ কেজি, চিনি ১ কেজি,সয়াবিন তৈল ২ কেজি।প্রতিটি প্যাকেজের মূল্য ৪৭০ টাকা।


উপজেলার শালমারা ইউনিয়ন পরিষদে টিসিবি’র ২০৩৩ জন ভোক্তার মাঝে এ পন্য বিতরণের সময় ধরা পড়ে ভোক্তাদের কাছে পঁচা দুর্গন্ধ নিম্নমানের মশুর ডাল।

 

খবর পেয়ে ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সনজীব হোসেন পলাশসহ কয়েক জন ইউ’পি সদস্য এসে রিলিফ অফিসারের দায়িত্বে থাকা উপজেলা আইসিটি অফিসার রবিউলের মাধ্যমে বিতরন বন্ধ করে দেন। এ সময় ডিলার শহিদুল ইসলামের লোকজন তাদের সাথে তর্কে জড়িয়ে পড়েন বলে তারা অভিযোগ করেন।


টিসিবি পন্যের ভোক্তা শাহ আলম প্রধান অভিযোগ করে বলেন, ডিলার শহিদুল ইসলাম গত ৩০ মার্চ সকাল সাড়ে ৯ টা থেকে ইউনিয়ন পরিষদে টিসিবি’র পন্য বিতরণ শুরু করে। ভোক্তারা টিসিবি পন্যের প্যাকেটে পঁচা দুর্গন্ধ পেয়ে খুলে দেখতে পান মশুর ডালে পঁচন ধরেছে।  


শালমারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সনজীব হোসেন পলাশ জানা, টিসিবি’র পন্য কার্ডধারী ভোক্তার মাঝে পঁচা দুর্গন্ধ নিম্নমানের মশুর ডাল বিতরণের বিষয়টি জানতে পেয়ে কয়েকজন ইউ’পি সদস্যকে সাথে নিয়ে পরিষদে এসে রিলিফ অফিসারকে বলে এসব পন্য বিতরণ বন্ধ করে দেন। এ সময় ডিলারের লোকজন তাদের সাথে তর্কে জড়িয়ে পড়েন।


শালমারা ইউনিয়নের টিসিবি পন্যে’র ডিলার শহিদুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, কিভাবে এসব নিম্নমানের মশুর ডাল এসেছে তা আমার জানা নেই। তবে যেসব প্যাকেট খারাপ, সেসব প্যাকেট বাছাই করে জেলা প্রশাসক কার্যালয়ে ফেরত পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে নির্দেশ দিয়েছে।  


রিলিফ অফিসার রবিউল ইসলাম বলেন, তিনি বিষয়টি তাৎক্ষনিক ইউএনও আরিফ হোসেনকে জানান এবং মশুর ডাল বাদে প্যাকেজের অন্যান্য পন্য কার্ডধারী ভোক্তার মাঝে বিতরণ করতে ইউএনও বলেন।


গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি’র আহবায়ক এম এ মতিন মোল্লার কাছে,এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,প্রায় সব ইউনিয়ন থেকেই এ ধরনের বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে। রমজান মাসে কি ভাবে পঁচা দুর্গন্ধ মশুর ডাল ডিলারেরা পেয়েছে, তা খতিয়ে দেখার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানান।


উপজেলা ইউএনও আরিফ হোসেনের কাছে মুঠোফোনে এ বাপারে জানতে চাইলে তিনি বলেন,বিষয়টি শুনেছি এবং জেলা প্রশাসককে অবগত করা হয়েছে। তবে মশুর ডাল বাদে ডিলারকে অন্য পন্য বিতরণ করতে বলা হয়েছে।

 

একুশে সংবাদ/আ খা ম/সম     
 

Link copied!