AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২১ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাইবান্ধায় উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন উদ্বোধন করলেন হুইপ গিনি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,গাইবান্ধা
০৭:১৪ পিএম, ২৭ মার্চ, ২০২৩

গাইবান্ধায় উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন উদ্বোধন করলেন হুইপ গিনি

রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির অধীনে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের পিয়ারাপুর রোড-ওয়াপদা বাঁধ সড়কের পাকাকরণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়।

 

সোমবার (২৭ মার্চ) ভিত্তি প্রস্থর কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। প্রকল্পটি বাস্তবায়নে ১ কোটি ৭৫ লক্ষ ৫৩ হাজার ১৫৭ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

 

এ উপলক্ষে বোয়ালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিলন কুমার দেবের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, মোজাম্মেল হক ঝিলাম, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু, মোকলেছুর রহমানসহ অন্যান্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

 

হুইপ বলেন, বাংলাদেশকে উন্নয়ন করতে হলে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালি করতে হবে। প্রধানমন্ত্রীর হাত শক্ত করতে হলে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান।

 

একুশে সংবাদ/আ.খা.ম.প্রতি/এসএপি

Link copied!