AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মদনে ফসল রক্ষা বাঁধের কাজ দ্রুত এগিয়ে চলেছে


Ekushey Sangbad
মদন উপজেলা প্রতিনিধি, নেত্রকোনা
০৩:৩৩ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
মদনে ফসল রক্ষা বাঁধের কাজ দ্রুত এগিয়ে চলেছে

আগাম বন্যা ও পাহাড়ি ঢলের হাত থেকে হাওড়াঞ্চলের ফসল রক্ষার লক্ষে মদনে পিআইসির মাধ্যমে ফসল রক্ষা (ডুবন্ত) বাঁধের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ফসল রক্ষা বাঁধের কাজ প্রায় ৭০ ভাগ শেষ হয়েছে। মদন উপজেলা প্রশাসনের আশাবাদ, পাহাড়ি ঢল বা আগাম বন্যার পানি আসার আগেই নির্ধারিত সময়ের মধ্যে এ সব বাঁধের নির্মাণ কাজ শেষ হবে।

 

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানাযায়, প্রতি বছর আকস্মিক পাহাড়ি ঢল বা আগাম বন্যায় হাওড়াঞ্চলের ফসলের ব্যাপক ক্ষতি হয়। হাওড়াঞ্চলের ফসল রক্ষায় ২০২২-২০২৩ অর্থবছরে মদন উপজেলার মধ্যে ২৪ টি ডুবন্ত বাঁধ মেরামতের কাজ প্রায় শেষের দিকে।

 

১৫ নভেম্বরের মধ্যে পিআইসি গঠনের মাধ্যমে বাঁধের নির্মাণ কাজ শুরু হয় ।মদন উপজেলা ২৪ টি ডুবন্ত বাঁধের বিপরীতে ৪কোটি ৬৩ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ২৮ ফেব্রুয়ারীর  মধ্যে কাজ শেষ করার কথা। ইতিমধ্যে নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। ওই বাঁধগুলোর উপর হাওর অঞ্চলের কৃষকদের এক ফসলি বোর ফসল নির্ভরশীল।

 

উপজেলার ঘাটুয়া গ্রামের কৃষক পারভেজ চৌধুরী বলেন, হাওড়াঞ্চলের কৃষকদের সারা বছরের একমাত্র ফসল হচ্ছে বোরো ধান। প্রতি বছর আগাম বন্যায় হাওড়ের ফসল তলিয়ে যাওয়ায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হয়। এবার আগাম ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা কৃষকের মুখে হাসি ফুটেছে। কুলিআটি গ্রামের কৃষক সাইদুর রহমান জানান, উপজেলা নির্বাহী অফিসার প্রতিদিন বাঁধ পরিদর্শন করায় কাজ দ্রুত এগিয়ে চলেছে।

 

মদন উপজেলা নির্বাহী অফিসার ও কাবিটা প্রকল্পের সভাপতি তানজিনা শাহরীন, জানান  উপজেলা ২৪ টি বাঁধ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। এসব বাঁধ প্রতিনিয়তই পরিদর্শন করা হচ্ছে। কোথাও কোনো অনিয়ম দেখা গেলে পিআইসিকে দ্রুত সে সব সারিয়ে ফেলার নির্দেশ দেয়া হচ্ছে। আশা করছি নির্ধারিত সময়ের আগেই এসব  বাঁধের কাজ শেষ করা যাবে ।

 

একুশে সংবাদ.কম/সা.খা.প্র/জাহাঙ্গীর

Link copied!