ঢাকা শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ১১ চৈত্র ১৪২৯

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. পডকাস্ট

ঘোড়াঘাটে স্কুল আছে, রাস্তা নেই


Ekushey Sangbad
মনোরঞ্জন মোহন্ত, ঘোড়াঘাট, দিনাজপুর
০৩:২২ পিএম, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
ঘোড়াঘাটে স্কুল আছে, রাস্তা নেই

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে একটি বিদ্যালয়  রয়েছে পৌর এলাকায়। শিক্ষক বা শিক্ষার্থীদের যাতায়াত করার জন্য কোন  রাস্তা নেই।

 

সরেজমিনে দেখা গেছে, শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টি ১৯৮৮ সালে স্থাপিত হয়। বিদ্যালয়টির অব কাঠামো থাকলেও  নেই কোন শিক্ষক - শিক্ষার্থীদের স্কুলে প্রবেশ করার রাস্তা। জমির আইল বা অন্য মানুষের বাড়ির ভিতর দিয়ে শিক্ষক ও  ছোট শিক্ষার্থীরা স্কুলে যায়। বর্ষার মৌসুমে  স্কুলে  যাওয়ার কোন রাস্তা না থাকায় শিক্ষার্থীদের সংখ্যা কমে যায়।

 

 শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  এনামুল হক বলেন, স্কুলে যাওয়ার কোন রাস্তা না থাকায় দুর্ভোগ পোহাতে হয়। শিক্ষক ও শিক্ষার্থীদর বর্ষার মৌসুমে কষ্টের সীমা নেই।

 

 এ ব্যাপারে ঘোড়াঘাট উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম জানান শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  রাস্তা ব্যাপারে উদ্ধর্তন কর্তৃপক্ষে কে অবগত করা হয়েছে ।

একুশে সংবাদ.কম/ম.মো/বি.এস