AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
০২:২২ পিএম, ২২ জানুয়ারি, ২০২৩
লক্ষ্মীপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

২২-৩১ জানুয়ারী ২৭ তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আজ রোববার সকালে লক্ষ্মীপুর সরকারী বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা: আহাম্মদ কবির।

 

পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শাহীন আহমেদ, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন মজুমদার, পৌর নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন, স্যানেটারী ইসপেক্টর আবদুল্লা হিল হাকিম সুমন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মো: সেলিম প্রমুখ।

 

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের কৃমি ওষুধ খাইয়ে সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

 

এ ব্যাপারে লক্ষ্মীপুর পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর আবদুল্লা হিল হাকিম জানান, পৌরসভার ১৫ টি ওয়ার্ডে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের (২২-৩১ জানুয়ারী) ২০২৩ ইং (৫-১৬) বছরের সকল শিশুকে একটি করে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

 

তিনি এ ব্যাপারে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সকলের সহযোগীতা কামনা করেন।

 

অপর দিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ২১ টি ইউনিয়নে ৮২০ টি প্রাথমিক বিদ্যালয়ে ১ লাখ ২৯ হাজার এবং ১৫২ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৭৩ হাজার শিশুকে কৃষি নাশক ওষুধ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

একুশে সংবাদ.কম/র.ই.প্র/জাহাঙ্গীর

Link copied!