বীর মুক্তিযোদ্ধা, সমাজসেবক মোঃ আঃ গনি আকন্দ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (২০ জানুয়ারি) রাতে বরিশাল সদর কোতয়ালী থানার রুপাতলী ২৫ নং ওয়ার্ডে তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি চার ছেলে দুই মেয়ে এবং এক স্ত্রী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা আঃ গনি আকন্দ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরে অংশ নিয়েছিলেন।
তার মৃত্যু সংবাদে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ ও বরিশাল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ শোক প্রকাশ করেছেন।
একুশে সংবাদ.কম/ট.ত.প্র/জাহাঙ্গীর