AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহী বিভাগীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, রাজশাহী
০৩:০৩ পিএম, ১২ জানুয়ারি, ২০২৩

রাজশাহী বিভাগীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন

সপ্তাহ ব্যাপি রাজশাহী বিভাগীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে নগর ভবনের গ্রীণ প্লাজায় মেলার উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

 

রাসিক মেয়র ফিতা কেটে ও আকাশে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।

 

পরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মাসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এএইচএম খায়রুজ্জামান লিটন।

 

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী পুলিশ কমিশনার আনিসুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিটের সভাপতি মাসুদুর রহমান রিংকু।

 

অধিকাংশ স্থানীয় উদ্যোক্তাদের অংশ গ্রহণে এবারের মেলায় ৬০ টি স্টলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করছে। মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে। আগামী ১২ জানুয়ারী মেলা শেষ হবে।

 

একুশে সংবাদ.কম/আ.বা.প্র/জাহাঙ্গীর

Shwapno
Link copied!