AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উলিপুরে বিএনপি‍‍`র ১০ দফা ও রাষ্ট্র কাঠামোর ২৭ দফা শীর্ষক আলোচনা সভা


Ekushey Sangbad
উলিপুর উপজেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
০৩:১১ পিএম, ১১ জানুয়ারি, ২০২৩

উলিপুরে বিএনপি‍‍`র ১০ দফা ও রাষ্ট্র কাঠামোর ২৭ দফা শীর্ষক আলোচনা সভা

বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ দফা রূপরেখা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা বিএনপির আয়োজনে উলিপুর বিএনপি অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় উপজেলা বিএনপির‍‍`র সাধারণ সম্পাক ও সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি  তাসভীর উল ইসলাম।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি‍‍`র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি‍‍`র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পঞ্চগড় শাখার সদস্য সচীব ফরহাদ হোসেন।

 

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন,গণ আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারকে হটাতে হবে। ১৮ কোটি মানুষকে জাগানোর জন্য আমরা ১০ দফা দিয়েছি। তিনি ১০ দফার বিস্তারিত তুলে ধরেন। তিনি বিপ্লবের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

 

এ সময় জেলা ও বিভিন্ন উপজেলার এবং বিভিন্ন ইউনিয়নের সুপার টিমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ.কম/কা.স্ব.প্র/জাহাঙ্গীর

Shwapno
Link copied!