AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সেচ লাইনে বাধা, বোর আবাদ শঙ্কায় ৬শত কাটা  জমি


Ekushey Sangbad
মদন উপজেলা প্রতিনিধি, নেত্রকোনা
০১:৩৯ পিএম, ২৯ ডিসেম্বর, ২০২২
সেচ লাইনে বাধা, বোর আবাদ শঙ্কায় ৬শত কাটা  জমি

নেত্রকোনার আটপাড়ায় কৃষি জমিতে চাষাবাদের জন্য বিদ্যুতের মোটর বসানোর সেচ লাইন টানানোতে বাধা দেওয়ায় ৬শত কাটা  জমি বোর আবাদে অনাবাদি থাকার শঙ্কা দেখা দিয়েছে। 

 

প্রতিবেশী কয়েকজন ব্যক্তি তাদের এ সেচ লাইনে অংশীদার করার দাবিতে এ সংযোগ লাইনে বাধা দিয়েছেন বলে জানা গেছে।  তাদের বাধায় সেচের মোটর বসাতে না পারায় ইরি মৌসুমে চাষাবাদ করতে পারছেন না কৃষক।

 

এ ঘটনায় ব্যবস্থা নিতে ভুক্তভোগী উপজেলার সুখারী ইউনিয়নের কুবারদোপ গ্রামের মো. আনোয়ার হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছেন।

 

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুখারী ইউনিয়নের কুবারদোপ গ্রামের পাশে থাকা মগড়া নদীতে সেচ মোটর বসাতে কয়েকমাস আগে পল্লীবিদ্যুত সমিতি ও নির্বাহী অফিসে আবেদন করেন কৃষক আনোয়ার হোসেন।  যথাযথ শর্ত পূরণ করায় কয়েক লাখ টাকা খরচে সেচ মোটর বসানোর অনুমতি পান তিনি। কিন্তু সম্প্রতি বিদ্যুতের খুঁটি বসাতে গেলে গ্রামের কয়েকজন বাধা দেয়। তাদেরও এই সেচ লাইনে অংশীদার করার জন্য অন্যায়ভাবে দাবি জানায়। যদিও ওই মাঠে তাদের কোন জমি নাই।

 

ভুক্তভোগী আনোয়ার হোসেন জানায়, আমার বাপ দাদার আমল থেকে নদীতে ডিজেল মেশিন বসিয়ে আগে আমি ওই মাঠে পানি দিয়ে আসছি। জ্বালানি তেলের দাম বাড়ায় এবার বিদ্যুতের মোটর বসানোর আবেদন করি। আমি বৈধভাবে কাগজপত্র করে সাড়ে তিন লাখ টাকা খরচ করে সেচ মোটর বসানোর অনুমতি নিয়েছি। এখন আমার জায়গাতেও বিদ্যুতের খুঁটি বসাতে দিচ্ছে না স্থানীয় কয়েকজন। তাদের সাথে আব্দুল হাই নামে স্থানী একজন বীর মুক্তিযোদ্ধাও রয়েছেন। তিনিও এতে অংশীদার হওয়ার জন্য চেষ্টা করছেন।  এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেও কোন ফল পাইনি।  তিনিও তাদের পক্ষ নিয়েছেন।  তারা আমার সেচ লাইনে অংশ দাবি না করে নতুন করে আরকেটার অনুমতি নিয়ে অসুক এতে আমার কোন আপত্তি নাই। প্রয়োজনে আমি ওনাদেরকে সহযোগিতা করব আমার জায়গাতেও বসলেও কোন আপত্তি নেই

 

কুবারদোপ গ্রামের আরজু মিয়া বলেন,  আনোয়ারের সেচ লাইনি টানাতে বাধা দিচ্ছে এলাকার কয়েকজন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে তারা সামনে ঢাল হিসেবে দাড় করিয়েছেন। এই মাঠে আব্দুল হাইয়ের এক শতাংশ জমিও নাই। ভাগ নেওয়ার জন্য অকারণে আনোয়ারের  সেচ লাইন বসাতে তারা বাধা দিচ্ছেন। প্রশাসনের উচিত আনোয়ারকে সহায়তা করা। যে জাগায় সেচ লাইন বসবে সেই জায়গায়ও আনোয়ারের তারা অহেতুক ঝামেলা করছে।

 

তবে সেচ লাইনে বাধাদানকারী এরশাদ মিয়া জানান  এখানে সেচ  লাইন চালাতে হলে আমাদেরকে শেয়ার দিতে হবে না হলে আমরা দিব না।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই জানান আমার নামে সেচ লাইন লিখে দিয়ে আনোয়ার চালাতে থাকুক এতে আমার কোন আপত্তি নাই

 

 এ বিষয়ে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল  আহমেদ বলেন, দুই পক্ষের ঝামেলায় জমি যেন অনাবাদি না থাকে সেকারণে দুই পক্ষকে গতকাল বিকেলে ডেকে সমঝোতা করে দেওয়া হয়েছে। উভয় পক্ষের লোকজন সমন্বয়ে সেচ মোটর পরিচালনায় ২২ সদস্যর একটি কমিটি করে দেওয়া হয়েছে। এতে তারা রাজি হয়েছেন। আশা করছি আর কোন সমস্যা হওয়ার কথা নয়।

 

একুশে সংবাদ.কম/সা.খা.প্র/জাহাঙ্গীর

Link copied!