AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্ব এইডস দিবসে জয়পুরহাটে র‌্যালি ও আলোচনা সভা


Ekushey Sangbad
রেকায়েত আলী খান
০৩:২৬ পিএম, ১ ডিসেম্বর, ২০২২
বিশ্ব এইডস দিবসে জয়পুরহাটে র‌্যালি ও আলোচনা সভা

‘অসমতা দূর করি, এইডস মুক্ত বিশ্ব গড়ি’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে জয়পুরহাটে পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস। 

বৃহস্পতিবার (০১ নভেম্বর) সাড়ে ১১টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা করা হয়।

এ দিবস উপলক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ আলী‍‍`র সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক, রেসিডেন্ট মেডিকেল অফিসার ডা. ‎শহীদ হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার চৈতী রায়, মেডিকেল অফিসার ডা. ওয়ালীউজ্জামান, মেডিকেল অফিসার (টিবি প্রজেক্ট) মুশতারি মমতাজ মিমি প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, এইডস রোগের ক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং রক্তদান কার্যক্রমে এইডস পরীক্ষা নিশ্চিত করার আহবান জানান।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, চলতি বছরে রাজশাহী  বিভাগে ৫০ জন এইডস আক্রান্ত রোগী রয়েছেন। এর মধ্যে জয়পুরহাটে একজন রয়েছে।


 

একুশে সংবাদ.কম/মা.র/প্রতি/বাইজীদ_সা’দ

Link copied!