AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কয়রা উপজেলাকে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগ ঘোষণায় বানভাসীদের স্বস্তির নিশ্বাস


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,খুলনা
০৮:০২ পিএম, ১২ নভেম্বর, ২০২২
কয়রা উপজেলাকে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগ ঘোষণায় বানভাসীদের স্বস্তির নিশ্বাস

কয়রা উপজেলাকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগ ঘোষণা করা হয়েছে। গত ২৫ অক্টোবর পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রশাসন-১ এ প্রজ্ঞাপন জারি করেছে। পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, কয়রাকে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগ স্থাপন করে পানি উন্নয়ন বোর্ডের এ অঞ্চলের যাবতীয় কার্যক্রম বাস্তবায়ন হবে। কয়রা উপজেলাটি খুলনা বিভাগ তথা খুলনা জেলার অন্তর্ভুক্ত হওয়ার পরও এতদিন কয়রা উপজেলার আংশিক এলাকা কয়রা ও আংটিহারা পানি উন্নয়ন সেকশন দুটি সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের অধিনে ছিল। 

 

যার ফলে সাতক্ষীরা উপজেলার পানি উন্নয়ন বোর্ডের এলাকাগুলি সকল ধরনের সুযোগ সুবিধা অগ্রাধিকার ভাবে ভোগ করত। কয়রা থেকে সাতক্ষীরার দূরত্ব বেশি হওয়ায় প্রাকৃতিক দূর্যোগ কালীন জরুরী সেবা থেকে কয়রাবাসী বঞ্চিত হতো। কয়রাবাসীর দীর্ঘদিনের দাবী ছিল, কয়রাকে খুলনা পানি উন্নয়ন বোর্ডের আওতায় (সকল প্রশাসনিক ক্ষমতা সাতক্ষীরার পরিবর্তে খুলনার  আওতায়) আনার জন্য এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু সংশ্লিষ্ট দপ্তরে ডিও লেটার দেন। ডিও অনুযায়ী  বানভাসি মানুষের  স্বপ্ন  আজ পূরণ হয়েছে।

 

উপজেলার উপকূলীয় অঞ্চলের জনগণ বলেন, কয়রার পানি উন্নয়ন বোর্ডের সকল প্রশাসনিক ক্ষমতা সাতক্ষীরার অধীণে ছিল। দীর্ঘদিন আমাদের সেবাসহ বিভিন্ন ভোগান্তি পোহাতে হত। পানি উন্নয়ন বোর্ডের কয়রার সকল প্রশাসনিক ক্ষমতা এখন খুলনার অধিনে আনায় স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর এমপির প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

 

এ বিষয়ে কথা হয় কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান এস এম বাহারুল ইসলামের সাথে। তিনি এ প্রতিনিধিকে বলেন, কয়রাবাসী বেরিবাঁধের দূর্দশার কারণে এতদিন ভোগান্তিতে ছিল। স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু ভাইয়ের প্রচেষ্টায় কয়রাকে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগ অনুমোদন দেওয়ায় কয়রা উপজেলার প্রধান সমস্যা বেড়িবাঁধের দূর্ভোগ থেকে কয়রাবাসী রক্ষা পাবে বলে আমি মনে করি। কয়রাকে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগ হিসাবে অনুমোদন দেওয়ায় কয়রার সকল স্তরের মানুষের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।

 

কয়রা উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামান  বলেন, কয়রা উপজেলার প্রধান সমস্যা হলো বার বার বেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত হওয়া। এলাকাবাসীর দাবী অনুযায়ী কয়রাকে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগ অনুমোদন হওয়াতে কয়রা উপজেলার প্রধান সমস্যা বেড়ি বাঁধ রক্ষার দ্রুত সুযোগ সৃষ্টি, দ্রুত স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়সহ  নানাবিধ  সুবিধা পাবে এই উপকূলীয় মানুষ ।

 

এ ব্যাপারে স্থানীয় সাংসদ আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেন, কয়রাবাসীর দীর্ঘদিনের দাবীর জন্য জনস্বার্থে আমি সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানাই মমতাময়ী নেত্রীকে বিষয়টি অবহিত করার পর  জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাস্তবায়ন হয়েছে। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে পানি উন্নয়ন বোর্ডের সুবিধা থেকে বঞ্চিত এ এলাকায় জরুরী সেবাসহ সকল ধরনের সুযোগ সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন হবে। ভোগান্তি লাঘব হবে।

একুশে সংবাদ/ ইক.হো/ রখ

Link copied!