AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নানিয়ারচরে পাহাড় কাটার দায়ে জরিমানা


Ekushey Sangbad
নিউটন চাকমা, রাঙামাটি
০৪:৪৫ পিএম, ১৬ আগস্ট, ২০২২
নানিয়ারচরে পাহাড় কাটার দায়ে জরিমানা

ছবি সংগৃহীত

রাঙামাটি জেলার নানিয়াচর উপজেলাধীন ইসলামপুর এলাকায় পাহাড় কাটার অপরাধে শাহাজান নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেছে নানিয়ারচর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৬ আগষ্ট) দুপুরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ- ফজলুর রহমান। এসময় নানিয়ারচর থানার ওসি সুজন হালদারসহ পুলিশ অফিসার ও সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, ইসলামপুর এলাকার পাহাড়ি জনপদের চলাচলের রাস্তার পার্শ্বে ঘেঁষে পাহাড় কেটে চলেছেন রাঙামাটির নানিয়ারচরের ইসলামপুর এলাকার ইউসুফ আকনের ছেলে মোঃ শাহজাহান। এ বিষয়টি জানতে পেরে এর তদন্ত সাপেক্ষে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান। 

ইসলামপুর এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে মোঃ শাহাজাহানকে ৩০ হাজার অর্থ দন্ড করে শেষবারের মতো সর্তকতা করা হয়েছে। 

এদিকে, অবৈধভাবে পাহাড় না কাটার উপর উদ্বুদ্ধ করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদেরকে সর্তকত থাকার আহ্বান জানিয়েছেন।

 

 

একুশে সংবাদ/নি.চা/এস.আই
 

Link copied!