AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক পদ বাতিল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:২৪ পিএম, ৩ নভেম্বর, ২০২৫

প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক পদ বাতিল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবসৃষ্ট সংগীত ও শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক পদ বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৩ নভেম্বর) মন্ত্রণালয় থেকে জারি করা সংশোধিত গেজেটে এ সিদ্ধান্ত জানানো হয়। এর মাধ্যমে গত আগস্টে প্রকাশিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫’-এ যুক্ত হওয়া দুটি নতুন পদ আনুষ্ঠানিকভাবে বাতিল হলো।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আখতার খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “নতুন সংশোধিত গেজেটে চার ধরনের শিক্ষকের পরিবর্তে দুটি ক্যাটাগরি রাখা হয়েছে। সংগীত ও শারীরিক শিক্ষার জন্য পৃথক সহকারী শিক্ষক পদ আর থাকছে না।”

তবে ধর্মভিত্তিক সংগঠনগুলোর সমালোচনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। শুধু জানান, “এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন।”

উল্লেখ্য, গত ২৮ আগস্ট প্রকাশিত নিয়োগ বিধিমালায় প্রথমবারের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার জন্য আলাদা সহকারী শিক্ষক নিয়োগের বিধান যুক্ত করা হয়। কিন্তু গেজেটটি প্রকাশের পর কিছু ধর্মভিত্তিক সংগঠন ও মহল বিষয়টি নিয়ে তীব্র আপত্তি জানায় এবং তা প্রত্যাহারের দাবি তোলে। অবশেষে সেই পদ দুটি বাতিলের মাধ্যমে মন্ত্রণালয় বিতর্কের অবসান ঘটালো।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!