AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দলীয় সিদ্ধান্তকে সম্মান দেখিয়ে ভোটের মাঠ থেকে  বিদায়


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি
০৫:৪৬ পিএম, ১৫ অক্টোবর, ২০২১
দলীয় সিদ্ধান্তকে সম্মান দেখিয়ে ভোটের মাঠ থেকে  বিদায়

১১ই নভেম্বর দ্বিতীয় ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রত্যাশী ছিলেন আওয়ামী লীগ নেতা মনসুর আলী। তবে দলীয় মনোনয়ন না পাওয়ায় দলের সিদ্ধান্তকে সম্মান দেখিয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ালেন তিনি।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে ভোট বিষয়কে কেন্দ্র করে সারপুকুর ইউনিয়ন বাসীর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ভোটের মাঠ থেকে সরে দাড়ানোর চুড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেন আওয়ামী লীগ নেতা মনসুর আলী৷

আবুল কালামের সভাপতিত্বে সারপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সভায় ইউনিয়নের সর্বস্তরের প্রায় ৩ হাজার সমর্থক উপস্থিত ছিলেন। সভায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব বাদশা, সারপুকুর ইউনিয়নের মন্টু গাজী,খলিলুর রহমান,আনিছার রহমান,ওসমান আলী সহ বিভিন্ন স্থান থেকে আসা কর্মী গণ বক্তব্য রাখেন। তারা বলেন, আপনি মনসুর চেয়ারম্যান এই ইউনিয়নে চার বার চেয়ারম্যান ছিলেন, ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করেছেন, জনগন আপনার সাথে আছে।

সভায় অধিকাংশ বক্তারা মনসুর আলীকে নির্বাচনে অংশগ্রহণ করার অনুরোধ জানায়। তবে মনসুর আলী সকলের উদ্দেশ্য বলেন, আমি আওয়ামীলীগ করি। দলীয় মনোনয়ন চেয়েছিলাম কিন্তু পাই নি। 

আমি দলের সিদ্ধান্তের বাহিরে যাবো না। চলমান উন্নয়নের ভূয়সী প্রসংশা করে বলেন,প্রধানমন্ত্রী দেশের যে ব্যাপক উন্নয়ন করেছেন তা দেশের রুপরেখা পাল্টে দিয়েছেন। নিশ্চয়ই আমাদের চেয়ে তিনি অনেক ভালো বোঝেন। সুতারাং তার বাহিরে নয়, নৌকার বাহিরে নয় । এসময় সকলকে আওয়ামীলীগের ছায়া তলে ঐক্যবদ্ধ থাকার আহবানও জানান তিনি।


একুশে সংবাদ/ জা/আ  
 

Link copied!