AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রবাসীর বাড়িতে ডাকাতি, মালামাল লুট


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি
০৫:৫১ পিএম, ১৪ অক্টোবর, ২০২১
প্রবাসীর বাড়িতে ডাকাতি, মালামাল লুট

লক্ষী পুর জেলার রায়পুরে এক সৌদি আরব প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোর ৪ টার সময় উপজেলার কেরোয়া ইউপির মধ্য কেরোয়া গ্রামের হানিফ মিয়াজির বাড়িতে এঘটনা ঘটে। গত বছরের একই বাড়িতে সেপ্টেম্বর মাসেও একবার ডাকাতির চেষ্টা করা হয়েছিলো। এঘটনায় ইউপি চেয়ারম্যান ও থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রবাসি রিয়েল মিয়াজীর বাবা হানিফ মিয়াজি (৬৫) বলেন, বাড়ির কলাপসিবল গেট বন্ধ করে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ি। বারান্দার গ্রীল কেটে ১০-১৫ জনের ডাকাত দল ঘরের ভিতর এসে ৩টি কক্ষে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার, ৩টি মোবাইল ফোন ও মালামালসহ প্রায় ১২ লাখ টাকার মালমাল লুট করে নিয়ে যায়। এসময় বাধা দিলে এক গৃহবধুকে আহত করেছে।

এঘটনায় প্রবাসীর বাবা  হানিফ মিয়াজি বাদী হয়ে অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

রায়পুর থানার এসআই মোঃ জাহাঙ্গির আলম  জানান, ডাকাতি হওয়া বাড়ি আমি পরিদর্শন করেছি। আমরা চেষ্টা করছি ডাকাতদের আটক ও লন্ঠিত মালামাল উদ্ধার করতে। 

এ ঘটনায় মোঃ আজাদ নামের এক যুবকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

একুশে সংবাদ / আরএ / এএমটি
 

Link copied!