AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুরে বস্তাবন্দী লাশ, রহস্য উন্মোচনে সিআইডি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৫৮ পিএম, ২০ সেপ্টেম্বর, ২০২১
চাঁদপুরে বস্তাবন্দী লাশ, রহস্য উন্মোচনে সিআইডি

চাঁদপুরে পাওনা টাকা ফেরত চাইতে গেলে খুন হলো পাওনাদার। গত ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার চাঁদপুর শহরের বিপনীবাগ মার্কেটের পৌর পানির পাম্পের স্টাফ রুমের পাশে নারায়নচন্দ্র ঘোষের (৬০) বস্তাবন্দি লাশ পাওয়া যায়। নারায়ন চন্দ্র চাঁদপুরের বিভিন্ন দোকানে দীর্ঘদিন ধরে দই-মিষ্টি বিক্রয় করে আসছিলেন। ঘটনার দিন রাতে পাওনা টাকা আদায়ের জন্য তিনি অভিযুক্ত রাজু চন্দ্র শীল এর কাছে যান। বিপনীবাগ বাজারের নৈশপ্রহরী ইসমাইল বকাউল বলেন, গত ১৫ সেপ্টেম্বর তারিখে ওই বাজারের টিপটপ সেলুনের কর্মচারী রাজু চন্দ্র শীলকে (৩০) রাত ১ টায় সাটার খুলে পানি দিয়ে দোকান পরিষ্কার করতে দেখা যায়। অভিযুক্তকে সে জিজ্ঞেস করলে জানায় যে, ধর্মীয় উৎসব থাকার কারণে দোকান পরিষ্কার করে পুরাতন জামা-কাপড় সহ অন্যান্য ময়লা জিনিসপত্র বস্তায় করে নিয়ে যাচ্ছে। বস্তাটি আসামী বিপনীবাগ মার্কেটের পশ্চিম পাশে শরীফ স্টীল ও পানির পাম্পের স্টাফ রুমের পূর্ব পাশের গলির ভিতর ফেলে রেখে পুনরায় দোকানে ফিরে আসে। এরপর আসামী পানি দিয়ে সেলুন পরিষ্কার করতে থাকে। সেলুন থেকে লাশ প্রাপ্তির স্থান পর্যন্ত রক্তের দাগ দেখা যায়। পরবর্তীতে সেলুনের মালিক শ্রীকৃষ্ণকে ডেকে আনলে সে দোকান খুলে সেলুনের মেঝেতে রক্ত মাখা পানি দেখতে পান। এছাড়াও সেলুনের দেয়ালে, চেয়ারের কভারে, মেঝেতে, বালতির মধ্যে রক্তের দাগ দেখা যায়। উক্ত ঘটনার পর আসামী রাজু চন্দ্র শীল পলাতক হয়।

উপরোক্ত ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে তা সিআইডির নজরে আসে। সিআইডি ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। এলআইসির বিশেষ পুলিশ সুপার মুক্তা  এর নির্দেশে ও তত্তাবধানে অভিযুক্তের সম্ভাব্য লুকিয়ে থাকার সকল স্থানে অভিযান পরিচালনা করে অবশেষে সিলেট শহর হতে অভিযুক্তকে সিআইডির একটি চৌকস টিম গ্রেফতার করতে সমর্থ হয়। পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, টাকার লেনদেনকে কেন্দ্র করে সে উক্ত হত্যাকান্ডটি সংগঠন করেছে। এতিকে পুলিশ মনে করেন যে অতি অল্প সময়ের মধ্যে চাঞ্চল্যকর মামলার আসামীকে গ্রেফতার সিআইডি তথা বাংলাদেশ পুলিশের একটি উল্লেখযোগ্য অর্জন।

 

একুশে সংবাদ/বেলাল দেওয়ান/ আ

Link copied!