AB Bank
ঢাকা শনিবার, ১১ মে, ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিলেটে নারীকে যৌন নিপীড়ন করে ভিডিও ধারণকারী দুজন গ্রেপ্তার


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৩:৫৭ পিএম, ১৫ সেপ্টেম্বর, ২০২১
সিলেটে নারীকে যৌন নিপীড়ন করে ভিডিও ধারণকারী দুজন গ্রেপ্তার

সিলেটের কানাইঘাটে এক নারীকে যৌন হেনস্তার ভিডিও ধারণকারী দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন আবদুল্লাহ ওরফে কাড়াকাল (৪২) ও সাদ উল্লাহ (৪০)। মামলায় আবদুল্লাহ ১ নম্বর ও সাদ উল্লাহ ২ নম্বর আসামি।

আজ বুধবার দুপুরে সিলেটের হরিপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কানাইঘাট থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম  বলেন, এ ঘটনায় মামলা হওয়ার পর আসামিরা এলাকা ছেড়ে চলে যান। প্রযুক্তির সহায়তায় ভিডিও ধারণকারী দুজনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে রাতেই হরিপুরে অবস্থান নেয় পুলিশ। আজ বেলা সাড়ে ১১টায় দুজনের অবস্থান ও পরিচয় নিশ্চিত হয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, কানাইঘাট উপজেলার একটি প্রবাসী পরিবারের এক নারীকে গত ২৮ আগস্ট রাতে যৌন হেনস্তা করে ভিডিও ধারণ করেন চারজন। পঞ্চাশোর্ধ্ব নারীর এই ভিডিও প্রবাসে থাকা তাঁর দুই ছেলের কাছে পাঠিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেন তাঁরা। না হলে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। বিষয়টি নিষ্পত্তি করতে প্রবাসী পরিবারটি গ্রামের পঞ্চায়েত কমিটির কাছে এক লাখ টাকা দিয়েছে। বাকি টাকা দেওয়ার আগে গত সোমবার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন ওই চারজন। 

ওই দিন সন্ধ্যার দিকে ঘটনাটি কানাইঘাট থানা-পুলিশ ওই এলাকায় যায়। পুলিশ ভিডিও ধারণকারী ব্যক্তিদের শনাক্ত করে। পুলিশ আসার খবর পেয়ে ঘটনায় জড়িত ব্যক্তিরা পালিয়ে যান। পরদিন মঙ্গলবার সকালে ওই নারী বাদী হয়ে ধর্ষণচেষ্টা ও পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন।


একুশে সংবাদ/প্র.আ/মু

Link copied!