AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাঙ্গামাটি উন্নয়নে চেক বিতরণ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৪:৫৭ পিএম, ২৭ মে, ২০২১
রাঙ্গামাটি উন্নয়নে চেক বিতরণ

স্থানীয় মানুষ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে পার্বত্য
চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তাৎক্ষণিক সাড়া দিয়ে দুস্থ মানুষের সাহায্যে
এগিয়ে আসায় পার্বত্য মন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন খাদ্য মন্ত্রণালয়
সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি
অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান এবং ব্যক্তিদেরকে প্রতিষ্ঠানের কল্যাণে এ অর্থ
যথাযথভাবে ব্যবহারের আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৭ মে) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আপদকালীন খাত থেকে প্রাপ্ত
এককালীন অর্থের চেক রাঙ্গামাটি জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে বিতরণ
অনুষ্ঠানে তিনি একথা বলেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর
সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য
নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী,
পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদ সদস্য সবির কুমার চাকমা, পরিষদ
সদস্য প্রিয় নন্দ চাকমা, পরিষদ সদস্য প্রবর্তক চাকমা, পরিষদ সদস্য ঝর্না
খীসা, পরিষদ সদস্য ইলিপন চাকমা ও জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা
উপস্থিত ছিলেন।

সভায় রাঙ্গামাটি জেলার বিভিন্ন প্রতিষ্ঠান এবং অসুস্থ ব্যক্তির চিকিৎসার
ব্যয় বাবদ সর্বমোট ১৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

একইসঙ্গে মাননীয় প্রধান অতিথি জেলা সমাজকল্যাণ পরিষদ, রাঙ্গামাটির
বরাদ্দকৃত জুরাছড়ি উপজেলার ৮ পরিবার এবং রাঙ্গামাটি সদরের ১টি পরিবারকে
আগুনে বসতবাড়ী পুড়ে যাওয়ায় প্রতি পরিবারকে ১০ হাজার টাকা করে চেক বিতরণ
করেন।

 

 

একুশে সংবাদ/পলাশ/ব

Link copied!