AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রায় তিন ঘণ্টার কষ্ট সার্থক!


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৩:৩৬ পিএম, ১০ এপ্রিল, ২০২১
প্রায় তিন ঘণ্টার কষ্ট সার্থক!

লকডাউনের রাত সাড়ে ৩ টা। হঠাৎ এক ফোন এল আশরাফ আলী রোড থেকে। প্রসব বেদনা উঠেছে এক মহিলার। সাথে অন্যান্য সমস্যাও। চিকিৎসা নিতে হবে, কিন্তু পাশে ডাক্তার নেই। হাসপাতালে নিতে হবে, কিন্তু রাস্তায় গাড়ি নেই। শেষে ফোন করে টিম কোতোয়ালী কে। 

কোন এম্বুলেন্স না পেয়ে থানার টহল গাড়িতেই নিয়ে যান এএসআই আজিজুল ইসলাম ও সুকুমার। সেখানে গিয়েই দেখেন, রোগীর অবস্থা খারাপ। অজ্ঞান অবস্থা প্রায়। এতে কিছুটা ভড়কে যান তারা, অঘটন ঘটলে আবার পুলিশের দোষ ধরে! শেষে এই 'ঝুঁকি' মাথায় রেখেই হাসপাতালে ছুটেন। পুলিশকে দেখে একটু আন্তরিকতা বেশি দেখাতে পারে সে চিন্তা থেকে হাসপাতালে দৌড়ঝাপ করলেন নিজেরাই। ডাক্তার ডেকে, নার্স ডেকে নিশ্চিত করলেন তাৎক্ষণিক চিকিৎসার। 

অবশেষে তাদের সব উদ্বেগ-উৎকণ্ঠা হাসিতে রূপ নিল ফুটফুটে বাচ্চার কান্নার শব্দে। প্রায় তিন ঘণ্টার কষ্ট সার্থক হল। মা- মেয়ে দুইজনই সুস্থ আছে। আর হাসিতে আছি আমরা!
ভালবাসা এবং স্যালুট প্রিয় টিম কোতোয়ালী। সকল পুলিশ বাহিনী আমাদের অহংকার। সকল পুলিশ বাহিনীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই (সুনীল কান্তি দে চট্টগ্রাম বন্দর থানা নিমতলা খাল পার)। 

একুশে সংবাদ/রা/আ

Link copied!